Solution
Correct Answer: Option C
- চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ (১৯৫৬-২০১১) -এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না (২০০২) ।
- ষাটের দশকে পূর্ব পাকিস্তানের মাদ্রাসায় পরিচালকের বাল্য জীবনের অভিজ্ঞতার উপর নির্মিত ময়না বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্রের জন্য একাডেমি বা অস্কার পুরষ্কারের জন্য মনোনীত হয়েছিল।
- তারেক মাসুদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'সোনার বেড়ি' (১৯৮৫) এবং সর্বশেষ ফিচার চলচ্চিত্র 'রানওয়ে' (২০১০) ।
- তার উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র মুক্তির গান, নারীর কথা, মুক্তির কথা, আ ফাইন্ড অফ চাইল্ডহুড, ভয়েসেস অফ চিলড্রেন ।