কোন দেশের রাজাকে 'Son of God' বলা হতো ?

A ভূটান

B নেপাল

C জাপান

D চীন

Solution

Correct Answer: Option D

চৈনিক সভ্যতা
» চীনে নগর সভ্যতা গড়ে উঠেছিল – প্রায় চার হাজার বছর আগে।
» প্রাচীন চীন সভ্যতা গড়ে উঠেছিল – হোয়াংহো, ইয়াংসিকিয়াং, এবং দক্ষিণ চীনে ।
» চৌ রাজাদের আধিপত্য চীনে টিকে ছিল – ৮৭৩ বছর।
» চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক— কনফুসিয়াস।
» কনফুসিয়াসের দর্শন ধর্মে পরিণত হয়— খ্রিস্টপূর্ব ২০৬ অব্দে।
» শাং যুগে যে ধাতুর জিনিস ব্যবহৃত হতো – ব্রোঞ্জের।
» চীনা জনগোষ্ঠী মূলত যে বংশোদ্ভূত – মঙ্গোলীয় ।
» চীনের প্রথম রাজবংশের নাম – শিয়া। দ্বিতীয়-শিং বংশ।
» চীনের রাজাদের বলা হতো – Son of God.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions