নিম্নের কোন বংশটি প্রায় চারশ বছরের মতো শাসন করেছে?
Solution
Correct Answer: Option A
মৌর্য বংশের শাসনামলঃ খ্রিস্টপূর্ব ৩২১ থেকে খ্রিস্টপূর্ব ১৮৫, তারা ১৩৬ বছর শাসন করে।
গুপ্ত বংশের শাসনামলঃ ৩২০ থেকে ৫৫০ খৃস্টাব্দ, তারা ২৩০ বছর শাসন করে।
পাল বংশের শাসনামলঃ ৭৫৬ থেকে ১১৬১ খৃস্টাব্দ, তার ৪০৫ বছর শাসন করে।
সেন বংশের শাসনামলঃ ১০৬১ থেকে ১২০৪ খৃস্টাব্দ, তারা ১৪৩ বছর শাসন করে।