দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:২ হলে, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
A ২:৩
B √৩:√২
C ৪:৯
D ৯:৪
Solution
Correct Answer: Option D
প্রথম বৃত্তের ব্যাসার্ধ ৩r হলে
ক্ষেত্রফল=π(৩r)²= ৯πr²
দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ২r হলে
ক্ষেত্রফল=π(২r)²= ৪πr²
(প্রথম বৃত্তের ক্ষেত্রফল)/(দ্বিতীয়বৃত্তের ক্ষেত্রফল)
= (৯πr²)/(৪πr²)
= ৯/৪
প্রথম বৃত্তের ক্ষেত্রফলঃদ্বিতীয়বৃত্তের ক্ষেত্রফল
= ৯ঃ৪