বার্ষিক ৮% সরল সুদে কত টাকা ৬ বছরে সুদে -আসলে ১০৩৬ টাকা হবে ?
A ৫৫০ টাকা
B ৬৫০ টাকা
C ৬০০ টাকা
D ৭০০ টাকা
Solution
Correct Answer: Option D
১০০ টাকার ১ বছরের সুদ ৮ টাকা
১০০ " ৬ বছরের " (৮×৬)=৪৮ টাকা
সুদাসল=(১০০+৪৮) টাকা = ১৪৮ টাকা "
সুদাসল ১৪৮ টাকা হলে আসল ১০০ টাকা
" ১০৩৬ " " " (১০০×১০৩৬)/১৪৮ =৭০০ টাকা