ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
A ভারত ও পাকিস্তান
B চীন ও ভারত
C চীন ও রাশিয়া
D পাকিস্তান ও আফগানিস্তান
Solution
Correct Answer: Option B
৭০০ মাইলব্যাপী ভারতের অরুণাচল প্রদেশ এবং চীনের অন্তর্গত তিব্বতের সীমান্তজুড়ে ম্যাকমোহন লাইন অবস্থিত। ১৯১৪ সালে সিমলায় ব্রিটিশ সরকারের প্রতিনিধি স্যার ম্যাকমোহন এবং তিব্বত ও চীনের সরকারের মধ্যে অনুষ্ঠিত সম্মেলনে যে সীমানা নির্ধারণী চুক্তি স্বাক্ষর হয়, তাই ম্যাকমোহন লাইন নামে পরবর্তীতে পরিচিতি লাভ করে।