A Worldwide Interoperability for Microwave Access
B Worldwide Internet for Microwave Access
C Worldwide Internet for Microwave Access
D কোনটি নয়
Solution
Correct Answer: Option A
- ওয়াইম্যাক্স (WiMAX), হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস এর সংক্ষিপ্তরুপ। এটি একটি টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট-টু-পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদানপ্রদান করা।
- ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
- কয়েকটি wireless communication system হলো TV, Radio, Satellite, Radar, Mobile, Wifi, Bluetooth, WiMax, RFID. এই অপশনে WiMax এর গতি সবচেয়ে বেশি। প্রতি সেকেন্ডে 75Mbps Data Transfer করতে পারে। ক্যাবল হিসেবে সবচেয়ে গতি Fiber Optic-e.
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.16 নামে পরিচিত।