আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হত তাহলে ৫% লাভ হত ।ঘড়িটির ক্রয়মূল্য কত?

A ২৫০ টাকা

B ৩০০ টাকা

C ৩৫০ টাকা

D ৪০০ টাকা

Solution

Correct Answer: Option B

ধরি, ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা
∴১০% ক্ষতিতে,
       বিক্রয়মূল্য =(১০০-১০)=৯০ টাকা
∴৫% লাভে,
বিক্রয়মূল্য =(১০০+৫)=১০৫ টাকা
সুতরাং , বিক্রয়মূল্যের পার্থক্য =(১০৫-৯০) বা ১৫ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 "                     "  ১     "     "    "        ১০০/১৫ টাকা
 "                     "  ৪৫    "     "   "   (১০০× ৪৫)/১৫ "
                                                    =৩০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions