আদ্রিত বাবু একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হত তাহলে ৫% লাভ হত ।ঘড়িটির ক্রয়মূল্য কত?
Solution
Correct Answer: Option B
ধরি, ঘড়িটির ক্রয়মূল্য ১০০ টাকা
∴১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য =(১০০-১০)=৯০ টাকা
∴৫% লাভে,
বিক্রয়মূল্য =(১০০+৫)=১০৫ টাকা
সুতরাং , বিক্রয়মূল্যের পার্থক্য =(১০৫-৯০) বা ১৫ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
" " ১ " " " ১০০/১৫ টাকা
" " ৪৫ " " " (১০০× ৪৫)/১৫ "
=৩০০ টাকা