Solution
Correct Answer: Option B
Inlcude (অন্তর্ভুক্ত করা ) এর adjective form হল includable (অন্তর্ভুক্ত করা যায় এমন)
inclusive শব্দটিও adjective, কিন্তু Inlcude (অন্তর্ভুক্ত করা) এর সাথে অর্থের দিক দিয়ে মিলে না। "Inclusive" শব্দের অর্থ হলো বিস্তৃত পরিসরে অনেক ধরণের জিনিস বা মানুষ অন্তর্ভুক্ত করে এমন। এটি প্রায় কোন কিছু সকলের জন্য খোলা বা সকলে ব্যাবহার করতে পারে এই রকম প্রসঙ্গে ব্যবহৃত হয়। তাই এটি Inlcude এর adjective না।