Solution
Correct Answer: Option D
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। যেমনঃ
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি,
- প্র (প্রকৃষ্ট) যে বচন- প্রবচন।
এরূপ শব্দ হলো পরিভ্রমণ, অনুতাপ, প্রভাত ।
- গৃহে থাকে যে- গৃহস্থ ও ছা পোষে যে- ছা-পোষা উপপদ তৎপুরুষ সমাস এবং
- শত অব্দের সমাহার = শতাব্দী হলো দ্বিগু সমাস।