অপ্রাণিবাচক শব্দের উত্তর -এ কোন বিভক্তি হবে?

A কে

B রে

C তে

D শূন্য

Solution

Correct Answer: Option D

শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে রূপান্তরিত করার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে । বিভক্তি সাত প্রকার । যথা : প্রথমা বা শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। অপ্রাণীবাচক শব্দের উত্তর-এ শূন্য বিভক্তি হয়। যেমন : কলম দাও।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions