প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
A সমীভবন
B বিষমীভবন
C অপিনিহিত
D অসমীকরণ
Solution
Correct Answer: Option A
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করলে তাকে বলা হয় সমীভবন। যেমন- কাঁদনা> কান্না। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবন-এর নিয়মেই হয়ে থাকে।