কোনটি সাধুভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
A সহজবোধ্য
B নাট্য সংলাপে ব্যবহার
C তদ্ভব শব্দবহুল
D তৎসম শব্দবহুল
Solution
Correct Answer: Option D
সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল। সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।