'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ = বিপদের আশঙ্কা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
কিছু গুরুত্তপুর্ণ বাগধারাঃ
স-সে-মি-রা অবস্থা - কাণ্ডজ্ঞানহীন অবস্থা
সরিষার ফুল দেখা - চোখে আঁধার দেখা
সবেধন নীলমণি - একমাত্র অবলম্বন
সাক্ষীগোপাল - কর্তৃত্বহীন দর্শকমাত্র
সুখের পায়রা - বিলাসী/সুসময়ের বস্তু
সাত পাঁচ ভাবা - নানারকম চিন্তা
সাতেও নেই, পাঁচেও নেই - নির্লিপ্ত
সোনায় সোহাগা -সুন্দর মিল
সোনার পাথর বাটি - অলীক বস্তু
সাপে নেউলে - শত্রুভাবাপন্ন