ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
A ২০ সেকেন্ড
B ২৪ সেকেন্ড
C ২০ মিনিট
D ২৪ মিনিট
Solution
Correct Answer: Option B
বেগ V=৬০ কিলোমিটার/ঘণ্টা
=৬০×৫/১৮ মি /সে
=৫০/৩
ট্রেনকে মত অতিক্রম করতে হবে s=(৩০০+১০০)=৪০০ মি
অতএব , সময় t =s/v =৪০০ /(৫০/৩)
=৪০০×৩/৫০
=২৪ সেকেন্ড