Solution
Correct Answer: Option B
চাকমাদের সবচেয়ে বড় জাতিগত উৎসব বিজু। বাংলা বছরের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। বাংলা বছরের শেষ দিনের আগের দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি বা মূল বিজু।
গুরুত্তপুর্ণ উপজাতিদের প্রধান উৎসবঃ
- চাকমা : প্রধান উৎসব বিজু
- সাওতাল : প্রধান উৎসব সোহরাই
- ত্রিপুরা/টিপরা : প্রধান উৎসব : বৈসুক
- রাখাইন : প্রধান উৎসব সাংগ্রাং
- খাসী/খাসিয়া : প্রধান উৎসব বড়দিন
- গারো : প্রধান উৎসব ওয়ানগালা
- পাঙন : প্রধান উৎসব ঈদুল ফিতর ও অাজহা
- মণিপুরী : প্রধান উৎসব রাসোৎসব
- খিয়াং : প্রধান উৎসব সাংলান
- তঞ্চঙ্গ্যা : প্রধান উৎসব বিষু
- ম্রো : প্রধান উৎসব ক্লবপাই
- ওরাও : প্রধান উৎসব কারাম
- পলিয়া : প্রধান উৎসব দূর্গাপূজা
- মাহাতো : প্রধান উৎসব সহরায়
- রবিদাস : প্রধান উৎসব মাঘীপূর্ণিমা