ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন কোনটি ছিল -
A ডুরাল্ড লাইন
B রেডক্লিফ লিয়ান
C এলওসি
D ম্যাজিনো লাইন
Solution
Correct Answer: Option A
• ১৮৯৩-১৯৪৭ সাল পর্যন্ত 'ডুরাল্ড লাইন' ভারত ও আফগানিস্তানের মাঝে সীমারেখা হিসেবে বিদ্যমান ছিল।
• বর্তমানে ভারত ও আফগানিস্তানের মাঝে কোনো সীমারেখা নেই।
• 'ডুরাল্ড লাইন' বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে সীমানা চিহ্নিতকারী লাইন হিসেবে ব্যবহৃত হয়।