আগরতলা মামলা প্রত্যাহার করা হয় -
A ২২ ফেব্রুয়ারি ১৯৬৯
B ৬ মার্চ ১৯৬৯
C ১৮ ফেব্রুয়ারি ১৯৭০
D ৫ ডিসেম্বর ১৯৬৮
Solution
Correct Answer: Option A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আমি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে ১৯৬৮ সালে দায়ের করা হয় আগরতলা ধ্যন্ত্র মামলা। গণআন্দোলনের মুখে পাকিস্তান সরকার ২২ ফেব্রুয়ারি ১৯৬৯ এ মানা প্রত্যাহার করে।