Who held the office of President of Bangladesh at the time the Constitution was formally adopted?
Solution
Correct Answer: Option B
- গণপরিষদ হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম আইন পরিষদ।
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর থেকে ১৯৭১ সালের ১ মার্চ পর্যন্ত নির্বাচনে জাতীয় পরিষদে ১৬৯ জন ও প্রাদেশিক পরিষদে ৩০০ জন মোট ৪৬৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে মুক্তিযুদ্ধে নিহত, দালালিসহ বিভিন্ন ৬৬ জন বাদ দিয়ে মোট ৪০৩ জন নিয়ে গণ পরিষদ গঠিত হয়।
- গণ পরিষদ গঠিত হয় সংবিধান তৈরীর জন্য।
- এই গণপরিষদ আদেশ জারি করেন তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ২৩ মার্চ ১৯৭২ সনে।