What is the official name of the demarcation line separating Israel from the Palestinian territories?
Solution
Correct Answer: Option B
- ইসরায়েল এবং ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে যে সীমারেখা রয়েছে, তার আনুষ্ঠানিক নাম হলো Green Line বা সবুজ রেখা।
- এই রেখাটি ১৯৪৯ সালের অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়েছিল, যা ইসরায়েল ও তার প্রতিবেশী দেশগুলোর (মিসর, জর্ডান, লেবানন, সিরিয়া) মধ্যে ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর স্থাপন করা হয়।
- এই রেখাটি মূলত ইসরায়েলের পূর্ব সীমান্ত এবং পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের মধ্যে বিভাজন রেখা হিসেবে পরিচিত।