বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেএফল কতগুণ বৃদ্ধি পাবে?

A 3

B 9

C 12

D 16

Solution

Correct Answer: Option B

মনে করি ,বৃত্তের ব্যাসার্ধ =r
এবং          ''    ব্যাস    =2r

অতএব, বৃত্তের ক্ষেত্রফল =πr²

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে নতুন ব্যাস
=৩×২r
=৬r

নতুন বৃত্তের ব্যাসার্ধ =৬r/২=৩r

নতুন বৃত্তের ক্ষেত্রফল
= π(৩r)²
= ৯πr²
=৯× প্রথম বৃত্তের ক্ষেত্রফল
                              

বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions