‘মুক্ত‘ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
A √মু+ক্ত
B √মুক+ত
C √মুহ+ক্ত
D √মুচ+ক্ত
Solution
Correct Answer: Option D
সংস্কৃত কৃৎ-প্রত্যয়ের নিয়মানুসারে, ‘ক্ত’ প্রত্যয় যুক্ত হলে ধাতুর অন্তস্থিত ‘চ’ ও ‘জ’ স্থলে ‘ক’ হয়। যেমন- √সিচ্+ক্ত = (সিক্+ত) সিক্ত; √মুচ্+ক্ত/ত = মুক্ত ।