Solution
Correct Answer: Option A
- সমাস কথাটির অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ।
- অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।
যেমনঃ হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি।
এখানে ব্যাসবাক্য 'হাত হাতে যে যুদ্ধ' সংক্ষিপ্ত হয়ে সমস্তপদ 'হাতাহাতি' হয়েছে।