প্রাচীন বাংলার প্রথম স্বাধীন শাসকের নাম কী?
Solution
Correct Answer: Option B
- রাজা শশাঙ্ক ৫৯৪ খ্রিষ্টাব্দের শুরুর দিকে গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করে ‘কর্ণসুবর্ণে' রাজধানী স্থাপন করেন।
- প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই প্রথম সার্বভৌম (স্বাধীন) শাসক যিনি পুরো বাংলাকে একত্রিত করতে পেরেছিলেন।
- তার উপাধি ছিল মহারাজাধিরাজ।
- অন্যদিকে, পাল বংশের প্রথম রাজা গোপাল আর পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল।