বাংলাদেশে VAT চালু হয় কত সালে?

A ১ জুলাই, ১৯৮৯

B ১ জুলাই, ১৯৯০

C ১ জুলাই, ১৯৯১

D ১ জুলাই, ১৯৯২

Solution

Correct Answer: Option C

- Vat (মূল্য সংযোজন কর) কে  সংক্ষেপে বলা হয় মূসক ।
-মূল্য সংযোজন কর একটি পরোক্ষ কর । এই উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।
-বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই প্রথম মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়।
-বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় আসে আয়কর থেকে।


Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions