প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?

A চীনের উহানে

B চীনের সাংহাইতে

C চীনের বেইজিংয়ে

D ইতালির লোম্বার্ডিতে

Solution

Correct Answer: Option A

-করোনা ভাইরাসের জীবাণুর নাম Severe Acute Respiratory Syndrome Corona Virus 2.
-২০১৯ সালের ডিসেম্বরের চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম এই রোগ সনাক্ত হয়।
-২০২০ সালের ১১ জানুয়ারি চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায় ।
-থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ জানুয়ারি ।
-এই রোগের নামকরণ COVID-19 করা হয়েছে ১১ মার্চ ।
-বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা ভাইরাসের টিকার অনুমোদন দেয়- রাশিয়া (১১ আগস্ট, ২০২০);  টিকার নাম- স্পুটনিক- ৫; উদ্ভাবনকারী প্রতিষ্ঠান- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions