Solution
Correct Answer: Option D
- জিনোম হলো প্রাণী বা উদ্ভিদের জেনেটিক বৈশিষ্ট্যের বিন্যাস বা নকশা।
- ২০০৮ সালে দেশের ৪২ জন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদকে নিয়ে তৈরি "স্বপ্নযাত্রা" নামক একটি উদ্যোগের মাধ্যমে পাটের জিনোম সিকোয়েল নিয়ে গবেষণার সূত্রপাত হয়।
- এ দলটির নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম।
- তার নেতৃত্বে ২০১০ সালে তোষা পাটের জীবন রহস্য এবং ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করা হয়।