পরিবেশ ও জীবদেহের সম্পর্ক বিষয়ক বিদ্যাকে কী বলে?
Solution
Correct Answer: Option D
- ইকোলজি বা বাস্তুবিদ্যা হল বিজ্ঞানের একটি শাখা, যে শাখায় জীব ও তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয়।
- ১৮৬৯ সালে আর্নেস্ট হেকেল সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন।
- ইংরেজি ইকোলজি শব্দটি গ্রিক শব্দ 'Oikos' যার অর্থ ঘর বা বাসস্থান এবং 'Logos' যার অর্থ অধ্যায়ন সুতরাং ইকোলজির অর্থ জীবমন্ডলের বাসস্থান সম্পর্কে অধ্যায়ন।