I ___ the papers on the table yesterday.
Solution
Correct Answer: Option D
সঠিক উত্তর: D) laid
- এই বাক্যের উত্তরটি 'lay' এবং 'lie' verb-দুটির ব্যবহারের উপর নির্ভরশীল।
- Lay: এর অর্থ হলো কোনো কিছুকে স্থাপন করা বা রাখা। এটি একটি transitive verb, যার মানে হলো এর পরে একটি object থাকবে। এর past tense হলো 'laid'।
- Lie: এর অর্থ হলো শোয়া বা অবস্থান করা। এটি একটি intransitive verb, অর্থাৎ এর পরে কোনো object থাকে না। এর past tense হলো 'lay'।
- বাক্যটিতে বলা হচ্ছে "আমি গতকাল টেবিলের উপর কাগজগুলো রেখেছিলাম"। এখানে কাগজগুলো (the papers) হলো object। তাই 'lay' verb-টির past tense 'laid' ব্যবহৃত হবে।