আবুল হোসেনের প্রথম কাব্য কোনটি?
A 'নববসন্ত’
B 'বিরস সংলাপ'
C 'হাওয়া, তোমার কী দুঃসাহস'
D 'দুঃস্বপ্ন থেকে দুঃস্বপ্নে
Solution
Correct Answer: Option A
আবুল হুসেন
- আধুনিক বাংলা সাহিত্যে আবুল হুসেন একজন বিশিষ্ট প্রাবন্ধিক, চিন্তাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিত।
- মুসলমান সমাজে আধুনিক শিক্ষা ও চিন্তার আলো ছড়িয়ে দিতে তিনি লেখনী চালিয়েছেন।
- বাংলা কাব্যে আধুনিকতার সূচনা মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রথম ঘটান।
তাঁর প্রথম কাব্যগ্রন্থ: নব বসন্ত
অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বিরস সংলাপ
- হাওয়া
- তোমার কি দু:সাহস
- দু:স্বপ্ন থেকে দু:স্বপ্ন
- এখন ও সময় আছে
- নির্বাচিত কবিতা
- রাজারাজড়া।