-বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি, মধ্যযুগের সর্বশেষ কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি ভারতচন্দ্র রায়গুণাকর ১৭১২ সালে জন্মগ্রহণ করেন।
-তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল কাব্য (১৭৫২-৫৩) রচনা করেন। এ কাব্যের দ্বিতীয় অংশ ‘বিদ্যাসুন্দর' । তাঁর রচিত কাব্যে সংস্কৃত, আরবি, ফারসি ও হিন্দুস্থানি ভাষার আশ্চর্য সংমিশ্রণ লক্ষ করা যায়; যা আধুনিক যুগের সাহিত্যের প্রাথমিক ধাপ হিসেবে পরিগণিত হয়।
-১৭৬০ সালে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে ।