'অভয়া' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে?
Solution
Correct Answer: Option B
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত। ‘শ্রীকান্ত' উপন্যাসের চরিত্র- ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অভয়া, গহর প্রমুখ ইত্যাদি। এছাড়াও তিনি দেবদাস , পল্লী -সমাজ , চরিত্রহীন ,গ্রিহদাহ ,দেনা -পাওনা ইত্যাদি উপন্যাস রচনা করেন।