"মস্কোতে কয়েকদিন" নামক ভ্রমণকাহিনীর রচয়িতা কে?
Solution
Correct Answer: Option B
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ভ্রমণকাহিনী বিষয়ক রচনা 'মস্কোতে কয়েকদিন' (১৯৫৯)। লেখক মাত্র নয় দিনের সফরে রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত ‘এশিয়ান-আফ্রিকান লেখক সম্মেলন'-এ অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান এবং রাশিয়ার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে তা 'মস্কোতে কয়েকদিন' নামক গ্রন্থে তুলে ধরেন।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত উপন্যাস একটি কালো মেয়ের কথা।
- চৈতালী ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস।
- ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তার ত্রয়ী উপন্যাস।
- আরোগ্য নিকেতন, একটি কালো মেয়ের কথা, হাঁসুলী বাঁকের উপকথা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
- পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক এবং
- রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।