নিচের কোনটি গোয়েন্দাভিত্তিক রচনা?
A লাল ফুলকি
B জাল
C ওয়ারিশ
D যাত্রা
Solution
Correct Answer: Option B
আবু ইসহাক রচিত গোয়েন্দাভিত্তিক উপন্যাস 'জাল' (১৯৮৮)। ১৯৫০ সালে বাংলাদেশে (পূর্ব পাকিস্তান) 'জাল নোট" এর কয়েকটি মামলার তদন্তভারের দায়িত্ব পরে গোয়েন্দা কর্মকর্তা আবু ইসহাকের ওপর। সেই অভিজ্ঞতার বাস্তব সংকলন 'জাল' উপন্যাসটি।