চাকরির একাধিক পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
● ভোজন করার ইচ্ছা ----বুভুক্ষা।
● আপনাকে পন্ডিত মনে করে যে---- পন্ডিতন্মন্য।
● যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় --- মাধুকরী।
● কর দান করে যে---- করদ।
● যে বহু বিষয় জানে--- বহুজ্ঞ।
● দ্বারে থাকে যে--- দৌবারিক।
● কর্ম সম্পাদনে অতিশয় দক্ষ -- কর্মঠ।
● যে অননরত কাঁদছে -- রোরুদ্যমান।
● আটপৌরে--- যা সব সময় পরার উপযোগী।
● জয় সূচনা করে এরুপ তিথি -- শুভতিথি।
● যা সাধারনের মধ্যে দেখা যায়না -- অনন্যসাধারণ।
● শত্রুকে পীড়া দেয় যে --- পরন্তপ।
● ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি -- ঋত্বিক।
● চোখের কোন -- অপাঙ্গ।
● অলংকারের ধ্বনি -- শিঞ্জন।