Solution
Correct Answer: Option A
বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর আকার য আয়তন পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়। সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে। কঠিন, তরল, গ্যাসীয় সব পদার্থের মধ্যেই এই ধর্ম কম বেশি আছে। বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। সমান মাপের ইস্পাত ও রাবারের মধ্যে নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে রাবারের অপেক্ষা ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হয়। তাই ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক।