নিচের কোনটি ভাষার ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্পাদন
করে?
Solution
Correct Answer: Option B
সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুইটি ধ্বনির
মিলনের নাম সন্ধি। সন্ধির প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণে
সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং সন্ধির প্রধান
সুবিধা হলো উচ্চারণের ক্ষেত্রে। যেমন: আশা+অতীত
আশাতীত (এখানে ‘আশা’ ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস
প্রয়োজন, ‘আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত
হয়)। ধ্বনি মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে সন্ধি করার
নিয়ম নেই। যেমন: কচু+আদা+আলু = কচ্চাদালু হয় না।