'ছেলেটি গোল্লায় গেছে।'- এ বাক্যের ক্রিয়া পদ কোনটি?
Solution
Correct Answer: Option B
বিশেষ্য, বিশেষণ ও ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর,
গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।
হ, দে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার প্রভৃতি ধাতুযোগে
যেমন: ছেলেটি গোল্লায় গেছে। প্রদত্ত উদাহরণটিতে মিশ্র
ক্রিয়াটি বিশেষ্যের পরে ব্যবহৃত হয়েছে।