Correct Answer: Option D
যেহেতু বানরটি 1 মিনিটে ওঠে 2 মি.
এবং 2য় মিনিটে নামে 1 মি.
সেহেতু 2 মিনিট শেষে ওঠে (2 - 1) = 1 মি.
আবার, শেষ 1 মিনিটে বানরটি 2 মিটার উঠে আর নিচে নামার প্রয়োজন না থাকায়, বানরটি উঠানামা করে = (12-2) = 10 মিটার
এখন, বানরটি 1 মিটার ওঠে 2 মিনিটে
∴বানরটি 10 মিটার ওঠে 2×10 মিনিটে = 20 মিনিটে
তাহলে, 12 মিটার উঠতে বানরটির মোট সময় লাগবে = 20 + 1 = 21 মিনিট
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions