বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?
Solution
Correct Answer: Option B
-মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি ‘পদ্মাবতী' (১৮৬০)।
-তিনি এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন।
-এটি গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে রচিত।
-গ্রিক পুরাণের দেবী জুনো, প্যালেস ও ভেনাস এ নাটকে রূপায়িত হয়েছেন শচী, মুরজা ও রতি নামে; হেলেন ও প্যারিস হয়েছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল নামে।
-মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা (১৮৫৯) এবং সার্থক ট্রাজেডি ‘কৃষ্ণকুমারী’ (১৮৬১)।
তারাচরণ শিকদার রচিত প্রথম বাংলা মৌলিক নাটক ‘ভদ্রার্জুন' (১৮৫২)।