বাঙলায় “৭৬ এর মন্বন্তর” এর সময় কাল-

A    ১৭৭০

B    ১৭৫২

C    ১৭৬৫

D    ১৭৫৭

Solution

Correct Answer: Option A

- বাংলা ১১৭৬ সনে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে একে 'ছিয়াত্তরের মন্বন্তর' বলা হয়।
- ইংরেজি সালের হিসেবে এই দুর্ভিক্ষের সময়কাল ছিল ১৭৭০ খ্রিস্টাব্দ
- এই ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার প্রায় এক-তৃতীয়াংশ মানুষের মৃত্যু হয়েছিল।
- অতিরিক্ত কর আদায় এবং খরার কারণে এই মন্বন্তরের সৃষ্টি হয়েছিল।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত 'আনন্দমঠ' উপন্যাসে এই দুর্ভিক্ষের বিবরণ পাওয়া যায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions