চিকিৎসা শাস্ত্রে আলকানুন নামক বইটি কে লিখেছেন?

A আলবিরুনী

B থিওফ্রাসটাস

C ইবনে সিনা

D জর্জ বেনথাম

Solution

Correct Answer: Option C

- "আল-কানুন ফি আল-তিব্ব" বা ইংরেজিতে "The Canon of Medicine" হলো মধ্যযুগের চিকিৎসা শাস্ত্রের একটি বিশ্বকোষ, যা বিখ্যাত পারস্যের মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক ইবনে সিনা (পশ্চিমা বিশ্বে Avicenna নামে পরিচিত) রচনা করেন।
- এই বইটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে একটি অপরিহার্য পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions