Solution
Correct Answer: Option D
ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ১৯টি দেশে ইউরো’ | মুদ্রা চালু রয়েছে। এছাড়া আরো ৭টি দেশ রয়েছে যারা কোনো না কোনো সময় ইউরো চালু করতে বাধ্য। তবে ডেনমার্ক ও যুক্তরাজ্য এক্ষেত্রে কখনোই ইউরো চালু করতে বাধ্য নয়।
- ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রাকে ইউরো মুদ্রা বলে। এর জনক রবার্ট মুন্ডেল।
- এটি রাষ্ট্রীয় কাঠামো অনুসরণ করে।
- ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে EU নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- গত ৩১ জানুয়ারি ২০২০ একমাত্র দেশ হিসেবে যুক্তরাজ্য ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
♦ ইউরোপীয় ইউনিয়নের নিয়ে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নঃ
- EU এর পূর্ণরুপ -European Union
- শেনজেন চুক্তি হচ্ছে -অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে
- Schengen Area ভুক্ত দেশ নয় -ব্রিটেন
- ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ -২৭ টি
- ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রথম যে দেশ বের হয়েছে যুক্তরাজ্য
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -EU
- বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট -WTO
- কোন চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে -রোম চুক্তি
- ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় -১৯৫৭ সালের ২৫ মার্চ
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর -ব্রাসেলস ,বেলজিয়াম
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর সদর দপ্তর -জার্মানির ফ্রাঙ্কফুটে
- ব্রেক্রিট হলো -ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন হতে আলাদা হওয়া