জেনেভা কনভেনসন কোন তারিখে স্বাক্ষরিত হয়েছিল?
A. ১৯২৪ সালের ১২ই আগস্ট
B. ১৯২৩ সালের ২২শে আগস্ট
C. ১৯৪০ সালের ১৭ই সেপ্টেম্বর
D. ১৯৪৮ সালের ২৫শে নভেম্বর
Answer: Option D
Solution(By Myexaminer Team)
যুদ্ধ-উপদ্রুত ও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে জনহিতকর আচরণের জন্য যে আন্তর্জাতিক আইন রয়েছে, তার একটি মানদণ্ড নির্ধারণ করেছে জেনেভা কনভেনশন (জেনেভা কনভেনশনস)। এতে চারটি আনুষ্ঠানিক চুক্তি ও তিনটি বাড়তি প্রটোকল রয়েছে। বস্তুত, একবচন শব্দ হিসেবে জেনেভা কনভেনশন ১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে। এই সন্ধিপত্রেই চতুর্থ চুক্তিটি যোগ করা হয় ও প্রথম তিনটি চুক্তির (১৮৬৪, ১৯০৬, ১৯২৯) হালনাগাদ করা হয়। চতুর্থ জেনেভা কনভেনশনের (১৯৪৯) বিভিন্ন অনুচ্ছেদে যুদ্ধকালীন সময়ে বা সামরিক সংঘাতে ধৃত ব্যক্তির মৌলিক অধিকারসমূহ নির্দিষ্টভাবে ও বিশদ ভাষায় নিরূপণ করা হয়েছে। এতে প্রতিষ্ঠিত হয়েছে আহতদের এবং যুদ্ধাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা। ১৯৪৯ সালের এই চুক্তিগুলোকে সম্পূর্ণরূপে অথবা রিজার্ভেশনসহ (একটি চুক্তির কার্যধারা মুলতুবি রাখার প্রক্রিয়া) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ১৯৪ টি দেশ।
আজ Friday, December 27, 2024 প্রতিযোগিতামূলক LIVE পরীক্ষায় অংশগ্রহণ করুন।
কোর্সের নাম | পরীক্ষার নাম ও সিলেবাস |
---|---|
৪৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি (২২০ দিন) | পরীক্ষা-১৫০ সাধারণ বিজ্ঞান শব্দ ও তরঙ্গঃ শব্দের তীক্ষ্ণতা, শব্দ সঞ্চারণ, শব্দের দ্রুতি, প্রতিধ্বনি, শ্রাব্যতার পাল্লা ,ডপলার ক্রিয়া, তাপ ও তাপগতিবিদ্যা। আলোঃ আলোর প্রকৃতি, আলোর কোয়ান্টাম তত্ত্ব, তাড়িত চৌম্বক বর্ণালী, দৃশ্যমান আলো, লেজার (LASER) , আলোর প্রতিফলন, দর্পণ, বিম্ব, আলোর প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ, রঙধনু বা রামধনু, আলোর বিক্ষেপণ, মৌলিক বর্ণ, পরিপূরক বর্ণ, আলোর শোষণ, প্রতিফলন ও বস্তুর বর্ণ, মানুষের চোখ ক্যামেরা, দৃষ্টি সহায়ক যন্ত্র। |
(১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ। | পরীক্ষা – ৬৩ English |
জব সলিউশন | জব সল্যুশন- ৪৪০ ২০২৪ সালের জানুয়ারি মাসের যেকোনো একটি প্রশ্ন সেট থেকে। |
(ATEO) নিয়োগ⎯ ২০২৪ এর পূর্ণাঙ্গ প্রস্তুতি | পরীক্ষা - ২ সাধারণ জ্ঞান বাঙালী জাতির উদ্ভব ও বিকাশ, বাংলার প্রাচীন জনপদ, বাংলায় ভ্রমণকারী পরিব্রাজক |