আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
A ওমান
B মালদ্বীপ
C ভুটান
D মঙ্গোলিয়া
Solution
Correct Answer: Option B
- মালদ্বীপ ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র।
- এর রাজধানী মালে।
- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপ সবচেয়ে ছোট দেশ।
- দেশটি প্রায় ১২০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- পুরো দেশের স্থল ভাগের আয়তন মাত্র ২৯৮ বর্গ কি.মি।