Solution
Correct Answer: Option D
⇒ গিলডার (Guilder) ছিল নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী মুদ্রা।
⇒ নেদারল্যান্ডস ইউরোপের একটি দেশ, যাকে অনেকে ‘হল্যান্ড’ নামেও চিনে থাকে।
⇒ ২০০২ সালে ইউরোজোন ভুক্ত দেশ হিসেবে নেদারল্যান্ডস তাদের জাতীয় মুদ্রা গিলডার পরিবর্তন করে ‘ইউরো’ (Euro) গ্রহণ করে।
⇒ বর্তমানে সেখানে ইউরো প্রচলিত থাকলেও, ঐতিহাসিক বা সাধারণ জ্ঞানের প্রশ্নে এখনো গিলডারের নাম আসে নেদারল্যান্ডসের সাবেক মুদ্রা হিসেবে।