বিশ্বের গভীরতম হ্রদ কোনটি?

A বুর্জ হ্রদ, মিশর

B বৈকাল হ্রদ, রাশিয়ার সাইবেরিয়া

C কাপ্তাই হ্রদ, চট্টগ্রাম

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- বিশ্বের গভীরতম হ্রদ হলো রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের বৈকাল হ্রদ।
- এর গভীরতা প্রায় ১,৬৪২ মিটার বা ৫,৩৮৭ ফুট।
- এটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলের হ্রদ।
- পৃথিবীর মোট জলের প্রায় ২৩% এই হ্রদে সঞ্চিত আছে।
- এটি বিশ্বের অন্যতম প্রাচীন হ্রদ হিসেবেও পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions