জাপান ফুকুশিমা পারমানবিক শক্তি উৎপাদনে কেন্দ্রে কতগুলো অ্যাক্টর ছিল?
A ৪ টি
B ৫ টি
C ৬ টি
D ১০ টি
Solution
Correct Answer: Option C
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রটি জাপানের ফুকুশিমা জেলার ফুটাদা ও ওকুমা শহরে অবস্থিত । -এটি ৩.৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত । -এ পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ৬ টি রিঅ্যাক্টর বা চুল্লি ছিল -২০১১ সালের ১১ মার্চ ঘটে যাওয়া ৯.০ মাত্রার ভুমিকম্পে এ বিদ্যুৎকেন্দ্রের অপূরণীয় ক্ষতি হয় এবং প্রায় সবগুলো রিঅ্যাক্টর ক্ষতিগ্রস্ত হয় ।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions