Solution
Correct Answer: Option A
- ড. ইউনূস "সামাজিক ব্যবসা" (Social Business) ধারণার প্রবর্তন করেন, যা লাভের বদলে সামাজিক সমস্যার সমাধানকে প্রাধান্য দেয়।
- তাঁর মতে, সামাজিক ব্যবসা এমন একটি মডেল, যেখানে উদ্যোক্তা ব্যবসা পরিচালনা করেন, কিন্তু তার লক্ষ্য থাকে সামাজিক সমস্যার সমাধান, যেমন দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ইত্যাদি।
- তাঁর "ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি" এবং "বিল্ডিং সোশ্যাল বিজনেস" বইগুলোতে এই ধারণাগুলোর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে।