নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
A চোরা
B চালক
C পূজক
D সত্যবাদী
Solution
Correct Answer: Option A
- নাম বা শব্দের সাথে বা শেষে যেসব প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের তদ্ধিত প্রত্যয় বলে।
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দসমূহ :
- সোনা + আলি = সোনালি
- চোর + আ = চোরা
- ঢাকা + আই = ঢাকাই
- ঢাক + ই = ঢাকি।